টেলিভিশনে স্টার জলসা (Star Jalsha) চ্যানেলের অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) ধারাবাহিকের এত বেশি জনপ্রিয় হওয়ার নেপথ্যে রয়েছে ধারাবাহিকের দুই খুদে শিশুশিল্পী। সোনা এবং রূপা, এই দুই যমজ বোনকে খুবই পছন্দ করেন দর্শকরা। এই দুটি চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে মিশিতা রায়চৌধুরী (Mishita Roy Chowdhury) এবং সৃষ্টি মজুমদার (Srishti Majumder)।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্টার জলসার এই খুদে শিশুশিল্পী রুপাকে ‘যদি ভালোবাসিস আমারে’ এই বাংলা গানে কোমর দোলাতে দেখা গেলো তাঁকে। যেখানে দেখা যায়, তার পরনে বেগুনি রঙের ফ্লোরাল প্রিন্টের ক্রপ টপ, ও একই রকম শর্ট স্কার্ট তারসাথে ম্যাচিং করে টিপ কপালে।
আরও পড়ুন: ‘আমি অন্তঃসত্ত্বা’, বিয়ের আগেই মা হতে চলেছেন ঋতাভরী! পোস্ট ঘিরে হইচই সোশ্যাল মিডিয়ায়
পর্দায় এই দুই বোনের খুনসুটি যেমন দর্শকরা উপভোগ করেন ঠিক তেমনই তাদের বন্ডিংটাও ভীষণ উপভোগ্য। দুই বোন সবসময়ই একে অপরের খেয়াল রাখে। কেউ কারও চোখে জল দেখতে পারে না। সোনার গায়ের রং দীপার মত চাপা, আর রূপা সূর্যর মতই ফর্সা। তবে এটা কেবল সিরিয়ালের প্লটের জন্য। বাস্তবে কিন্তু সোনার চরিত্রের অভিনেত্রী মিশিতা মোটেই সেরকম দেখতে নয়।
View this post on Instagram