ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

পার্শ্ব চরিত্রেই দর্শকের মন জিতেছেন ‘জগদ্ধাত্রী’র কৌশিকী! প্রতিভা থাকলেও নায়িকা নয় কেন? রইল আসল সত্যি

Published on:

রূপসা চক্রবর্তী, বাংলা ধারাবাহিকে কখনো তিনি প্রিয় বৌদি, আবার কখনো প্রিয় ননদ, কখনো বা তিনি প্রিয় বৌমা। তাঁর সাবলীল অভিনয় দক্ষতা দর্শকদের মন কেড়েছে। বহু বিখ্যাত ধারাবাহিকে তিনি কাজ করেছেন। ‘জড়োয়ার ঝুমকো’,‘দীপ জ্বেলে যাই’, ‘কলের বউ’,‘খোকাবাবু’, ‘রাখিবন্ধন’ ‘কাদম্বিনী’ থেকে শুরু করে হাল আমলের ‘গঙ্গারাম’ সহ নানা ধারাবাহিকে কাজ করেছেন। অভিনেত্রী। কিন্তু কোনও ধারাবাহিকেই তাঁকে দেখা যায় নি মুখ্য চরিত্রে।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

Rupsha, পার্শ্ব চরিত্রেই দর্শকের মন জিতেছেন ‘জগদ্ধাত্রী’র কৌশিকী! প্রতিভা থাকলেও নায়িকা নয় কেন? রইল আসল সত্যি, পার্শ্ব চরিত্রেই দর্শকের মন জিতেছেন ‘জগদ্ধাত্রী’র কৌশিকী! প্রতিভা থাকলেও নায়িকা নয় কেন? রইল আসল সত্যি

রূপসা চক্রবর্তী পরিচিত মুখ ধারাবাহিকপ্রেমী দর্শকদের কাছে। তিনি ব্যক্তিগত সূত্রে জনপ্রিয় পরিচালক স্নেহাশীষ চক্রবর্তীর স্ত্রী। পরিচালক স্নেহাশীষ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা হল ‘ ব্লুজ প্রোডাকশন হাউস’। এই প্রযোজনা সংস্থার হাত ধরে ‘জড়োয়ার ঝুমকো’, ‘খোকাবাবু’, ‘পিতা’, ‘রাখিবন্ধন’,‘টাপুর টুপুর’ ‘তুমি রবে নীরবে’, ‘তা বলে কি প্রেম দেব না’, ‘ভালবাসা ডট কম’ -এর মতো জনপ্রিয় ধারাবাহিকগুলি দর্শকরা উপহার পেয়েছেন।

Rupsha1, পার্শ্ব চরিত্রেই দর্শকের মন জিতেছেন ‘জগদ্ধাত্রী’র কৌশিকী! প্রতিভা থাকলেও নায়িকা নয় কেন? রইল আসল সত্যি, পার্শ্ব চরিত্রেই দর্শকের মন জিতেছেন ‘জগদ্ধাত্রী’র কৌশিকী! প্রতিভা থাকলেও নায়িকা নয় কেন? রইল আসল সত্যি

তবে রূপসা চক্রবর্তী শুধু ধারাবাহিক নয়, আকাশ আট চ্যানেলের জনপ্রিয় শো ‘রাঁধুনী’-তে সঞ্চালনাও করেন। এমনকি তাঁর নিজস্ব বুটিকও রয়েছে। সেই বুটিকের কাজ অনেকটা তিনি নিজেই সামলান। তাঁর বাড়িতে ২ বছরের মেয়ে এবং একটি ১৪ বছরের ছেলে রয়েছে। তিনি একইসাথে সামলে চলেছেন ঘরে এবং বাইরে। ধারাবাহিক গুলিতে প্রধান চরিত্রে তিনি স্থান না পেলেও তিনি কিন্তু দর্শকদের অত্যন্ত প্রিয় অভিনেত্রী।

About Author