সন্ধ্যা হলেই প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতে মা কাকিমাদের টিভিতে বিভিন্ন ধারাবাহিক দেখতে দেখা যায়।এরকমই ধারাবাহিক গুলির মধ্যে জি বাংলার প্রথম সারির একটি ধারাবাহিক ‘মিঠাই’।সিরিয়ালটি বর্তমানে প্রাইম টাইমে না থাকলেও, টিআরপি তালিকাতে ঠিক নিজের জায়গা করে নিয়েছে এই সিরিয়ালটি। একসময় প্রায় ৫৬ সপ্তাহ ধরে বেঙ্গল টপার হয়েছিল এই ধারাবাহিক। বরাবরই সিরিয়ালের গল্পে থাকা মূল চরিত্র মিঠাই দর্শকদের ভালোবাসা পেয়েছে ও প্রশংসাও কুড়িয়েছে।
বর্তমানে এই সিরিয়ালের গল্পে যুক্ত হয়েছে একাধিক খুদে সদস্যরা। এদের মধ্যে রয়েছে মিঠাই ও সিদ্ধার্থের ছেলে শাক্য এবং কিছুদিন আগেই নতুন করে আগমন ঘটেছে তাদের একমাত্র মেয়ে মিষ্টির। এবার এই মিষ্টিরই বেশ কিছু কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় দেখা গেল,যা রীতিমতো ভাইরাল।ছোট্ট মিষ্টির চরিত্রে অভিনয় করছে খুদে শিল্পী ‘অনুমেঘা কাহালি’। পর্দায় মিষ্টির চরিত্রের মধ্যে দিয়ে ইতিমধ্যেই তার দক্ষ অভিনয়ে সকলেই মুগ্ধ। অনুলেখা টিভির পর্দায় যেমন বাস্তবেও কিন্তু ঠিক একই রকম। নিজের জীবনেও ঐরকম ভাবেই কথা বলেন এবং সব সময় স্বতঃস্ফূর্ত হাবভাব করে।
সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওতে দেখা গেছে, মিউজিকের তালে তালে তাকে নাচ করতে। তার পরনে ছিল একটি সাদা জামা ও প্যান্ট, পায়ে জুতো। ভিডিওটি পোস্ট হওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে উঠেছে। কমেন্ট বক্স ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।কেউ লিখেছে “কিউট” আবার কেউ লিখেছে,”মিষ্টি”।