ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

গাছের গোড়ায় হলুদ দিলে যা ঘটবে? দেখলে চমকে উঠবে

Published on:

গাছ লাগাতে অনেকেই ভীষণ ভালোবাসেন। অনেকেই চান বাড়িতে কিছুটা জায়গা থাকলে সেখানে বিভিন্ন ধরনের গাছ লাগাতে। তবে গাছ লাগানোর সঙ্গে সঙ্গে গাছের পরিচর্যা করা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ গাছের পরিচর্যা না করলে গাছ বাঁচবেনা। বিভিন্ন ক্ষেত্রেই দেখা যায় গাছে পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ হয়েছে। সেই কারণে গাছ বেশি দিন বাঁচে না বা ক্ষতিগ্রস্ত হয়। তবে এই সব কিছুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি উপকারী জিনিস হল হলুদ। এই হলুদের মাধ্যমে আপনি বিভিন্ন গাছের যত্ন নিতে পারবেন খুব সহজেই। এমন কিছু উপায় রয়েছে যার মাধ্যমে হলুদ (Turmeric) এর সাহায্যে গাছকে রক্ষা করা যায়।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

এর জন্য প্রথমে একটি পাত্র এ জল নিয়ে সেই পাত্রে হলুদ গুঁড়ো (Turmeric powder) মিশিয়ে সেই মিশ্রণটি গাছের পাতায় ও গাছের গোড়ায় স্প্রে করে দিতে পারেন। তাহলে ছত্রাকের আক্রমণ থেকে গাছ রক্ষা পাবে। এছাড়াও আপনার গাছ এ যদি ছত্রাকের আক্রমণ হয় তাহলে হলুদ গুঁড়ো ও দারচিনি গুঁড়ো মিশিয়ে সেটিকে টবের মাটির ওপরে সেটিকে ছড়িয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। তাহলে বিভিন্ন ব্যাকটেরিয়ার (Bacteria) আক্রমণ থেকে আপনার গাছ রক্ষা পাবে।

এছাড়াও হলুদ গুঁড়ো, জল এবং ডিটারজেন্ট পাউডার (Detergeny powder) মিশিয়ে আপনি যদি গাছের মধ্যে স্প্রে করেন তাহলেও গাছ ভালো থাকবে। অতএব গাছের জন্য হলুদ যে কতটা উপকারী সেটি বোঝাই যাচ্ছে। খুব সহজেই বাড়িতে থাকা হলুদ বা হলুদ গুঁড়ো দিয়েই আপনি আপনার গাছের পরিচর্যা করে নিতে পারবেন এবং গাছকে বিভিন্ন পোকামাকড় ও ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন।

About Author