বাংলা ধারাবাহিক গুলি দর্শকদের খুবই পছন্দের। বাংলা অনেকগুলি চ্যানেলে এই ধারাবাহিক গুলো সম্প্রচারিত হয় সন্ধ্যে হলেই আমাদের মা কাকিমারা রিমোট হাতে ধারাবাহিক গুলি দেখতে বসে পড়েন। ধারাবাহিক গুলি মূলত চলে দর্শকদের টিআরপি-র ( TRP) ওপর নির্ভর করে। যখনই কোনো ধারাবাহিকে দর্শকদের টিআরপি কমে আসে তখন সে ধারাবাহিকের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। ঠিক সেভাবে অনেক ধারাবাহিক বর্তমানে বন্ধের মুখে ।
একসময়ের বেঙ্গল টপার ( Bengal Topper) ধারাবাহিক মিঠাইয়ের ( Mithai) স্লট চেঞ্জ করে দেওয়া হয়েছে। অনেকেই মনে করছেন এই ধারাবাহিকটি আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। অপরদিকে জি বাংলার ( Zee bangla) অন্য একটি ধারাবাহিক লালকুঠি ( Lalkuthi) ও শেষের মুখে। এভাবেই একে একে অনেক ধারাবাহিক শেষের মুখে এগোচ্ছে। অপরদিকে আরো একটি ধারাবাহিক শেষের মুখে। কালী পুজো তেই হয়ে গেল সেই ধারাবাহিকের শেষ শুটিং । সেটি কালার্স বাংলার ( Colors bangla) একটি ধারাবাহিক মৌ এর বাড়ি ( Mou er bari) ।
কালী পুজোর দিনে এই ধারাবাহিকের শুটিং হয়ে গেল । শেষ শুটিংয়ে উপস্থিত ছিলেন নিসপাল সিং রানে সহ ধারাবাহিকের সঙ্গে যুক্ত প্রত্যেকে। কেক কেটে শেষ শুটিং সেলিব্রেশন করা হয়েছে। আগামী 6 নভেম্বর এর শেষ সম্প্রচার হবে । প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর ই খুব মন খারাপ ধারাবাহিকটির শেষ শুটিং এ। এই ধারাবাহিকের পরিবর্তে আসতে চলেছে ফেরারি মন ( Ferari mon) নামক একটি নতুন ধারাবাহিক।এবার এটাই দেখার যে নতুন ধারাবাহিকটি কতটা টিআরপি অর্জন করতে পারে।