টলিপাড়ার একজন চেনা অভিনেত্রী হলেন মোনালিসা সরকার। বেশ কয়েকটি ধারাবাহিক ও সিনেমায় তাকে বহুবার দেখা গেছে। এমনকি সংগীত বাংলার জনপ্রিয় হোস্ট ছিলেন তিনি। একটি রিয়ালিটি শো এর সঞ্চালিকাও ছিলেন তিনি।
প্রায় দুই দশক ধরে অভিনয় জগতের সাথে যুক্ত তিনি। তিনি দীর্ঘদিন ধরে ক্যামেরার সামনে কাজ করে চলেছেন। তার কর্মজীবন নিয়ে চর্চা হলেও কখনো কথা বলেননি ব্যক্তিগত জীবন নিয়ে। নিজের ব্যক্তিগত জীবনকে এই প্রচারের থেকে দূরেই রাখতে পছন্দ করতেন তিনি।
তিন বছর আগে বিয়ে হয়েছে তার। সম্প্রতি একটি ফুটফুটে পুত্র সন্তানের জননী হয়েছেন তিনি। পুত্রের নাম রেখেছেন রিয়াংশ। এবার সেই সন্তানকেই ভক্তদের সাথে পরিচয় করিয়ে দিলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে ছেলেকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি।
আর ক্যাপশনে লিখেছেন “আপনারা আমার ছেলেকে আশীর্বাদ করুন।…” যদিও এই ছবিতে স্পষ্ট ভাবে ছেলের মুখ দেখা যায়নি। এখনও খুব ছোট সে। বহু সিনেমা ও সিরিয়ালে পার্শ্ব চরিত্র ও খলনায়িকা চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। প্রতিবারই নিজের অভিনয়ের মধ্যে দিয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি।
হিন্দি ধারাবাহিককেও বেশ কয়েকবার কাজ করেছে তিনি। তার বিয়ে হয়েছে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর সাথে। সোশ্যাল মিডিয়া তাকে খুব একটা একটিভ দেখা যায় না। তবে বিয়ের পর কয়েকটি ছবি পোস্ট করেছিলেন তিনি।
২০১৮ সালে দীর্ঘদিন প্রেম করার পর বিশ্বজিৎ সরকারের সাথে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। বর্তমানে যদিও তিনি অভিনয় জগদ্ধাত্রীকে বিচ্ছিন্ন রয়েছেন। আর বিশ্বজিৎ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মোনালিসাকে শেষবার কাজ করতে দেখা গিয়েছিল ‘কে আপন কে পর’ ধারাবাহিকে।