Zepto একটি নতুন কুইক ডেলিভারি স্টার্টআপ। এর কো-ফাউন্ডার হলেন কৈবল্য ভোহরা ও আদিত পালিচা। 2022 এ যুক্ত হওয়া সবচেয়ে কম বয়সী উদ্যোক্তা হলেন তারা। মাত্র 19 বছর বয়সেই ভারতের ধনী ব্যবসায়ীদের মধ্যে একজন হয়ে গেছেন কৈবল্য ভোহরা। একটি সার্ভে থেকে জানা যাচ্ছে কৈবল্য ভোহরা -র সম্পত্তি প্রায় এক হাজার কোটি। ধনী ব্যবসায়ীদের মধ্যে 1036 তম স্থানে রয়েছেন তিনি। অপরদিকে আদিত পালিচ 950 নম্বর স্থানে রয়েছেন। তার সম্পত্তির পরিমান 1200 কোটি টাকা।
এই দুজন যুবক অল্প বয়সে এত সাফল্য পেয়েছেন তা দেখে বোঝা যাচ্ছে যে ভারতে স্টার্টআপ দিন দিন বেড়ে চলেছে ও নতুন দেরকেও সুযোগ দিচ্ছেন সকলে। 10 বছর আগে হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট অনুযায়ী সব থেকে অল্প বয়সেই ব্যবসায়ী ছিলেন 37 বছর বয়সী একজন এন্ট্রাপ্রেনার। কৈবল্য ভোহরা ও আদিত পারিচ দুজনেই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট। দুজনেই কম্পিউটার সাইন্স কোর্স থেকে ড্রপ আউট করে এন্ট্রাপ্রেনারশিপের দিকে এগিয়ে ছিলেন।
2021 সালে Zepto কোম্পানির শুরু হয় প্রয়োজনীয় পণ্যের দ্রুত ও কন্টাক্টলেস ডেলিভারির চাহিদা মেটাতে। মাত্র 17 বছর বয়সে আদিত পালিচ এন্টারপ্রেনারশিপের দিকে যাত্রা শুরু করেন। এছাড়াও 2018 সালে GoPool নামে ছাত্রদের জন্য একটি কারপুল পরিষেবার শুরু করেছিলেন আদিত পালিচ। কৈবল্য ও আদিত দুজনেই দুবাইতে বড় হয়েছেন। ছোটো থেকেই বন্ধু তারা। আজ তারা বিজনেস পার্টনারও।