বিতর্ক তার পেছনে ছোটে নাকি তিনি বিতর্কের পেছনে ছোটেন তা বলা মুশকিল। টলিপাড়ার কন্ট্রোভার্সি লিস্টে যিনি সবার উপরে থাকেন , তিনি আর অন্য কেউ নন ,সকলের পরিচিত শ্রাবন্তী চ্যাটার্জী । তার কাজ নিয়ে যতটা না চর্চা হয় তার চেয়েও বহু বেশি আলোচনা হয় অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে। তিন তিনটে বিয়ে, আবার তারপর নতুন প্রেম, সবে মিলিয়ে তিনি এখন আলোচনার হট কেক।
একাধিক বিয়ে এবং সম্পর্কের কারণেই তাকে নিয়ে ট্রোলিংয়ে মেতে ওঠেন মানুষ। প্রথম এবং দ্বিতীয় বিয়ে অবধি তাও ঠিক ছিল, কিন্তু রোশনের সঙ্গে তৃতীয়বার গাঁটছড়া বাঁধতেই শুরু হয় কটাক্ষের ঝড়। আর সেই বিয়েও না ঠেকায় রীতিমত লাইমলাইটে চলে আসেন শ্রাবন্তী। তাছাড়া অভিনেত্রীকে দেখে বোঝাই মুশকিল যে তিনি বিগত দশকের নায়িকা। সম্প্রতি এমনই এক ছব দেখে উত্তাল নেটপাড়া।
তার এক পোস্টে দেখা যাচ্ছে শার্টের ওপরের বোতামগুলো খোলা। একটা দিকের কাঁধ থেকে হাত বেয়ে নেমে গিয়েছে।ক্যামেরার সামনে ফুটে উঠেছে বক্ষবিভাজিকা। এমনই একটি লাস্যময়ী ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় । আর তাতেই উড়ে এসেছে মন্তব্যের ঝড়। নেটিজেনদের একাংশ তো নায়িকাকে বলিউডের বম্বশেল সানি লিওনির তুলনা করে ফেলেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “এক সময় আমি স্নো হোয়াইট ছিলাম, কিন্তু এখন আমি পালটে গিয়েছি”। তাতে আবার কিছু আগুনের ইমোজিও দিয়েছেন। আর এতেই ঝলসে উঠেছে সমাজ মাধ্যম। কমেন্ট বক্সে দেখা মিলেছে ‘সানি লিওনি পার্ট ২’র মত মন্তব্য।
কেউ লিখেছেন,“আর একটা বোতাম খুলে দিলে কি হতো”।তো অন্যদিকের মন্তব্য, “এই ছবি দেখলে আমার বিনোদ রাঠোরের একটি গানের কথা মনে পড়ে, ছুপানা ভি নেহি আতা দিখানা ভি নেহি আতা”। যদিও বিষয়টা নিয়ে কোনরকম কোন মন্তব্য করেননি শ্রাবন্তী। বরাবরের মত এবারও সবকিছুকে সাইডে রেখে নিজের কাজে এবং নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। খুব শীঘ্রই তাকে দেখা যাবে দৌর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে। জানা গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও অভিনয় করবেন ।