ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

লোক হাসিয়েই ৪০০ কোটির সম্পত্তির মালিক, অসাধারণ অভিনয় করে দর্শকদের মন জিতেছেন সাউথের কমেডিয়ান ‘ব্রহ্মনন্দম’

Published on:

বর্তমানে হিন্দি ছবির পাশাপাশি দক্ষিণী ছবিগুলোরও রমরমা বাজার চলছে । হিন্দি ছবির তুলনায় দক্ষিনি ছবির বাজার বেশি ভালো । এছাড়াও এই সাউথের ছবিগুলির অভিনেতা অভিনেত্রীরা ভীষন জনপ্রিয়তা অর্জন করেছেন।দক্ষিনী ছবির একজন কমেডিয়ান হলেন ব্রহ্মনন্দম। প্রচুর ছবিতে তিনি অভিনয় করেছেন । তিনি কত কোটি টাকার মালিক সেই তথ্য এবারে উঠে এলো।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

1600C06C A41F 4E35 9Ffb 8E807C9A4254, লোক হাসিয়েই ৪০০ কোটির সম্পত্তির মালিক, অসাধারণ অভিনয় করে দর্শকদের মন জিতেছেন সাউথের কমেডিয়ান ‘ব্রহ্মনন্দম’, লোক হাসিয়েই ৪০০ কোটির সম্পত্তির মালিক, অসাধারণ অভিনয় করে দর্শকদের মন জিতেছেন সাউথের কমেডিয়ান ‘ব্রহ্মনন্দম’

প্রসঙ্গত উল্লেখযোগ্য একজন তেলেগু পরিচালক মোদ্দাবাই নামক একটি ছবি করার সুযোগ দেন তাকে। সেখান থেকে তার অভিনয় দেখে মুগ্ধ হয়ে যান পরিচালকেরা ।তারপরে একের পর এক ছবি করেন তিনি ।এক হাজারেরও বেশি ছবিতে তিনি অভিনয় করেছিলেন ।যার ফলে গিনেস বুক অব রেকর্ডে তার নাম পর্যন্ত উঠেছিল।

72D8682A 6814 4317 994C 68Dc4F7413Fd, লোক হাসিয়েই ৪০০ কোটির সম্পত্তির মালিক, অসাধারণ অভিনয় করে দর্শকদের মন জিতেছেন সাউথের কমেডিয়ান ‘ব্রহ্মনন্দম’, লোক হাসিয়েই ৪০০ কোটির সম্পত্তির মালিক, অসাধারণ অভিনয় করে দর্শকদের মন জিতেছেন সাউথের কমেডিয়ান ‘ব্রহ্মনন্দম’

প্রথমে তিনি পেশায় একজন বেসরকারি কলেজের অধ্যাপক ছিলেন ।তার পরে তিনি এই পেশায় যুক্ত হন । জানা গেছে এক একটি ছবির জন্য তিনি দুই থেকে তিন কোটি টাকা করে পারিশ্রমিক নেন।

099429Ea B8Dd 46E8 84C4 Deb7975C2Cd5, লোক হাসিয়েই ৪০০ কোটির সম্পত্তির মালিক, অসাধারণ অভিনয় করে দর্শকদের মন জিতেছেন সাউথের কমেডিয়ান ‘ব্রহ্মনন্দম’, লোক হাসিয়েই ৪০০ কোটির সম্পত্তির মালিক, অসাধারণ অভিনয় করে দর্শকদের মন জিতেছেন সাউথের কমেডিয়ান ‘ব্রহ্মনন্দম’

জানা যায় বর্তমানে তিনি প্রায় 367 কোটি টাকার মালিক। বর্তমানে স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে তিনি সুখে সংসার করছেন ।এ ছাড়াও একাধিক বাংলো ও একাধিক গাড়ির মালিক তিনি।

About Author

Leave a Comment