বলিউডের নামজাদা অভিনেতা হলেন শাহরুখ খান (Sharukh Khan)। বহু বছর ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Hindi film industry) রীতিমতো রাজত্ব করছেন তিনি। বহু হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি দর্শকদের। অবশ্য গত কয়েক বছর ধরে তাঁকে খুব একটা পর্দায় দেখা যাচ্ছে না। তাঁকে শেষবার ‘পাঠান’ (Pathaan) মুভিতে দেখা গিয়েছিল।
দীপিকা পাডুকোনের (Deepika Padukone) সাথে বহু বছর পর জুটি বেঁধেছিলেন তিনি। বরাবরের মতো এইবারও তাঁদের জুটি মন কেড়ে নিয়েছিল দর্শকদের। বর্তমান সময়ে খুব একটা টিভি পর্দায় আর দেখা যাচ্ছে না শাহরুখ খান (Sharukh Khan) -কে। তবে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে দেখা যায় তাঁকে।
তাঁর একমাত্র মেয়ে সুহানা খান (Suhana Khan)। সুহানা সোশ্যাল মিডিয়াতে (Social media) বরাবর বেশ এক্টিভ থাকে। তাঁর আপলোড করা ছবিতে বাবা শাহরুখ খানকেও (Sharukh Khan viral video) দেখতে পাওয়া যায়। সম্প্রতি সুহানার শেয়ার করা একটি ভিডিও চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি করেছে। অবশ্য ভিডিওটি বেশ পুরনো (Sharuk Khan Old video)। কিন্তু বর্তমানে সেটি ভাইরাল হচ্ছে। এই ভিডিও নেট নাগরিকদের মনে আগ্রহের সৃষ্টি করেছে। ভিডিওটি শাহরুখ খানের অল্প বয়সের। আর সুহানাও তখন ছোট ছিল। ভিডিওটিতে শাহরুখ খান নিজের বাড়ির বেশ কিছু পুরনো জিনিস ক্যামেরাতে তুলে ধরেছেন (Sharukh Khan viral old video)। জিনিসগুলির বর্ণনাও দিচ্ছিলেন খুব সুন্দর ভাবে। সেখানেই সুহানা সহ উপস্থিত ছিলেন আরও একজন ব্যক্তি।
ভিডিওটির মাঝেই মজা করে শাহরুখ খান সুহানা কে জিজ্ঞাসা করেছিলেন ‘গৌরী খান কিভাবে শাহরুখ কে ডাকেন?’ ছোট্ট সুহানা কোমরে হাত দিয়ে মায়ের ডাক নকল করে দেখিয়েছিল। এমন মিমিক্রি দেখে বলিউডের বাদশা হেসে ফেলেছিলেন। আর ভিডিওটি দেখে নেট নাগরিকরাও বেশ হেসেছেন।