ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

সত্যি মাটির মানুষ! ‘মাত্র ১১ টাকা পারিশ্রমিক চাইল অরিজিৎ’, গায়কের জীবন-দর্শনে মুগ্ধ কবি শ্রীজাত

Published on:

কবি শ্রীজাত পাঠক মহলের একজন সুপরিচিত লেখক। ওঁনার লেখনি বরাবর মুগ্ধ করে পাঠকদের। এবারে এই শ্রীজাত শুধুমাত্র নিজের শিল্প সত্ত্বাকে সীমাবদ্ধ রাখেননি কবিতার মধ্যে। তিনি একটি সিনেমা পরিচালনা করেছেন, যার নাম ‘মানবজমিন’। এটি শ্রীজাত পরিচালিত প্রথম ছবি। এই ছবিটিতে একটি জনপ্রিয় গান ‘মন রে কৃষিকাজ জানো না’ শোনা গেছে অরিজিৎ সিং-র গলায়। তবে এই গানটি গাওয়ার জন্য কোনো পারিশ্রমিক নিতে রাজি হননি অরিজিৎ‌। এই বিষয়ে জানিয়েছেন শ্রীজাত।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

সম্প্রতি শ্রীজাত বিভিন্ন সাক্ষাৎকারে মুখোমুখি হচ্ছেন তাঁর নতুন সিনেমা নিয়ে। সম্প্রতি এমনই একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর ছবিতে গানটা গাওয়ার পর অরিজিতের কাছে পারিশ্রমিকের কথা জিজ্ঞাসা করেধ শ্রীজাত। এর উত্তরে অরিজিৎ সিং জানান “‘আমি তোমার থেকে পারিশ্রমিক নেব না”। এরপরে শ্রীজাত জোড়াজুড়ি করলে অরিজিৎ বলেন, অরিজিৎ যখন ফেস্টিভ্যাল উদ্বোধনে কলকাতায় যাবেন, তখন শ্রীজাত যেন তাঁকে ১১টাকা (11 Rupees) দিয়ে দেন।

আমিএই প্রসঙ্গে শ্রীজাত বলেন, “আমি বললাম, দেখো এটা তো সোনি এন্টারটেনমেন্ট কিনছে, তাদের তো কনট্রাক্টে বলা যাবে না অরিজিৎ সিং ১১ টাকা পারিশ্রমিক নিয়েছে। সেইসময় অরিজিৎ বলল, ‘আচ্ছা ঠিক আছে শ্রীজাতদা, আমি একটা বাচ্চাদের স্কুল চালাই তাহলে যা দেওয়ার তুমি ওদের দিয়ে দাও, পুজোর জামা হয়ে যাবে’।

অরিজিৎ সিং-এর মননের সুন্দরতম দিকটি ফুটিয়ে তুলেছেন শ্রীজাত। তিনি এই প্রসঙ্গে বলেছেন এই জন্য আমি বলি “অরিজিৎ সিং-কে দেখা যায়, কিন্তু ছোঁয়া যায় না”। অরিজিৎ সিং-এর জীবনযাপন, কথাবার্তা, আচার আচরণে ফুটে ওঠে তিনি কতোটা ভালো মানুষ।

About Author