সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে যে কতটা জনপ্রিয় হওয়া যায় তার প্রমাণ হলেন রানু মন্ডল। রানাঘাট (Ranaghat) স্টেশনে (Station) ভিক্ষা করতেন তিনি। মানসিক ভারসাম্যহীন এই রানু মন্ডলের গানের ভিডিও অতীন্দ্র (Atindra) নামক এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তারপর সেই ভিডিও তুমুল ভাইরাল হয় এবং সবার কাছে জনপ্রিয়তা পেয়ে যান রানু মন্ডল (Ranu Mondal)। এরপর একে একে বিভিন্ন স্টেজ শো (Stage Show) এবং সিনেমাতেও গান গাওয়ার সুযোগ পান তিনি।
তবে এ কথা সকলেই জানেন যে রানু মন্ডল আবারও নিজের জায়গাতেই ফিরে গেছেন। নিজের করা কিছু বিতর্কিত মন্তব্যের জন্য এখন আবার আগের জায়গায় ফিরে এসেছেন তিনি। নিজের পুরনো বাড়িতেই থাকা শুরু করেছেন তিনি। তবে সেখানে মাঝে মাঝেই ভিড় জমান বিভিন্ন ইউটিউবাররা (Youtuber)। তার সঙ্গে সময় কাটান এবং তাকে নিয়ে বিভিন্ন ব্লগ করেন তারা। এবারে আবার ও সেরকমই এক ইউটিউবার রানু মন্ডলকে নিয়ে ভিডিও করলেন যেটি ভীষন ভাইরাল হয়েছে।
সেই ভিডিওটিতে রানু মন্ডলকে দেখা গেছে বেশ সুন্দর সাজে। কালো ও লাল রঙের একটি শাড়িতে তাকে দেখা গেছে। তার চুল ছিল খোলা। কানেও ছিল দুল। তবে দেখা গেছে তার বাড়ির সামনে অল্প বয়সী এক যুবকের সঙ্গে বিখ্যাত ‘রঙ্গবতী ও রঙ্গবতী’ গানে নাচ করেছেন রানু মন্ডল। ভিডিওটির প্রথমে দেখা যায় ছেলেটি সেই গানে ভীষণ নাচছিল। তারপরে রানু মন্ডল নিজেও সেই নাচে যোগ দেন।
সব মিলিয়ে এই ভিডিওটি ভীষণ ভাইরাল হয়েছে। অনেকেই বলেছেন দুজনকে খুব ভালো মানিয়েছে। আবার অনেকেই বলেছেন রানু মন্ডলকে দেখতে বেশ ভালো লাগছে। ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গেছে। অনেক মানুষ লাইক কমেন্ট শেয়ার করেছেন এই ভিডিওটি।