সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায় সেলিব্রেটিদের বিভিন্ন কান্ড কারখানা থেকে শুরু করে চারিদিকে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা। এখন কোন কিছু মানুষের থেকে লুকিয়ে রাখা খুবই কঠিন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেকোন প্রতিভা ভাইরাল হতে পারে। অনেকে আবার মুগ্ধ হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মানুষের রূপ গুণ দেখে।
তাইতো সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যে তাদের ভিডিও, ছবি ভাইরাল হয়। ২০০২ সালে পরিচালক হরনাথ চক্রবর্তীর পরিচালিত “সাথী” সিনেমায় অভিনয়ের মাধ্যমে সুপারস্টার জিৎ নিজের অভিনয় কেরিয়ার শুরু করেন। জিৎ টলিউডের সুপারস্টার হয়ে উঠেছিলেন একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে।
‘শেষ থেকে শুরু’ হলো তার অভিনীত শেষ সিনেমা। এই মানুষটি নিজের অভিনয় জগতে যেমনি দায়িত্বশীল তেমনই দায়িত্বশীল নিজের পরিবারের প্রতি। জিৎ ২০১১ সালের ২৪শে ফেব্রুয়ারী বিবাহ করেন লক্ষৌ শহরের একজন স্কুল শিক্ষিকা মোহনাকে। তার একবছর পরেই 2012 সালে তাদের কোল আলো করে আসে তাদের কন্যা নবন্যা। তাকে নিয়ে সুপারস্টার জিৎ মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আসেন।
সুপারস্টার জিৎ এর 10 বছরের বিবাহপূর্তি অনুষ্ঠানে স্ত্রী এবং মেয়ের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। 10 বছর ধরে সংসার করার পরেও একটুও বন্ধন কমেনি তাদের মধ্যে। মোহনা ও জিৎ এর মত স্বাভাবিক জীবন-যাপনে বেশি অভ্যস্ত। কিছুদিন আগেই তিনি করবা চৌথ করেছিলেন স্বামীর মঙ্গলকামনায়। জিৎ এর স্ত্রী ও কম জন্য বলিউড নায়িকাদের থেকে। অনেকেই তার রূপে বেশ মুগ্ধ হয়েছেন। অভিনেতা জিৎ তার ভালো অথবা খারাপ সমস্ত সময়ে তার স্ত্রীকে তার পাশে পান।