ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

গ্লামারে বলিউড অভিনেত্রীদের হার মানাবে মনামী ঘোষ, আজকের সেরা ছবি

Published on:

টলিউড ইন্ডাস্ট্রির বড়ো পর্দা ও ছোট পর্দা দুইয়েই অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী মনামি ঘোষ। বয়স যেন দিন দিন কমেই যাচ্ছে তার। আজ আমরা এই প্রতিবেদনে অভিনেত্রীর জীবনের নানান দিক নিয়ে আলোচনা করব। ১৯৮৭ সালের মার্চ মাসে মনামী জন্মগ্রহণ করেন।অভিনেত্রী উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের মেয়ে।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

বর্তমানে তার বয়স ৩৫ বছর।খুব অল্প বয়সেই,মাত্র ১৭ বছর বয়স থেকে অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী। অভিনেত্রীর বাবা অরূপরতন ঘোষ একজন প্রখ্যাত নাট্যকর্মী।অল্পবয়স থেকেই মনামী সংস্কৃতি মনস্ক।অভিনেত্রীর কথা থেকেই জানা যায়,তিনি তার বাবার নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন।

এছাড়া নাচের প্রতি ছিল তার আলাদা ভালোবাসা। সেখান থেকেই তার শুরু হয় প্রথম কাজ এক আকাশের নিচে।অভিনেত্রী দেবলীনা দত্তের ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেছেন মনামী।প্রায় ৩৫ টির মতো ছবিতে তিনি অভিনয় করেছেন।

এছাড়াও তিনি নানান ওয়েব সিরিজ এবং ধারাবাহিকে অভিনয় করেছেন। স্টার জলসার ইরাবতীর চুপ কথা ধারাবাহীকে অভিনয় করে তিনি বিশেষ খ্যাতি লাভ করেছিলেন। এছাড়া আরও নানান ছবিতে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করে মানুষের মন জয় করেছেন। খুব তাড়াতাড়ি তাকে দেখা যাবে বাংলাদেশী অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে।শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে তিনি মৃণাল সেনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন।

মনামী একটি ছবিতে অভিনয় করবার জন্য প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে থাকেন। একটি সিরিয়ালের এপিসোড শুটিং করবার জন্য তিনি নিয়ে থাকেন পনেরো হাজার টাকা। এছাড়া ওয়েব সিরিজের জন্য তিনি নিয়ে থাকেন তিন লাখ টাকা । নিজের দুইখানা গাড়ি রয়েছে অভিনেত্রীর।

অভিনেত্রীর বাবা মারা গিয়েছেন তাই তার সঙ্গে রয়েছেন কেবলমাত্র তার মা। অভিনেত্রী কিন্তু সিঙ্গেল নয়।তার প্রেমিকের নাম সৈকত বাড়ুই তিনি একজন ফটোগ্রাফার এবং পরিচালক। প্রায় ১০ বছরের বেশি সম্পর্কে রয়েছেন তারা। শুধুমাত্র সিরিয়াল কিংবা সিনেমা নয় বিভিন্ন রিয়ালিটি শো এর বিচারকের আসনে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ইন্ডাস্ট্রির বিভিন্ন বিতর্কে খুব একটা দেখা যায়না মনামী কে।অভিনয়,নাচ তো রয়েছেই,এছাড়াও তার অন্যতম একটি শখের জিনিস রয়েছে যা হল রান্না।

About Author