বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো হল দিদি নাম্বার ওয়ান। বিগত ১০ বছর ধরে জি বাংলার পর্দায় এটি সম্প্রচারিত হচ্ছে। এই রিয়েলিটি গেম শোটির মধ্যমণি রচনা ব্যানার্জি (Rachna Bannerjee)। তিনি সঞ্চালিকার ভূমিকায় রয়েছেন। খুব দক্ষ হাতে নিজের এই দায়িত্ব পালন করছেন তিনি। কারো দুঃখের কথা শুনে যেমন সহমর্মী হন আবার মজার ঘটনায় হই হই করে হাসেন। কিন্তু হঠাৎই প্রশ্নের মাঝেই রচনা ব্যানার্জিকে থামিয়ে দেওয়া হল। যা দেখে সকলেই অবাক।
সম্প্রতি দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে রচনা ব্যানার্জিকে থামিয়ে দেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য (Shreetama Bhattacharya)। অকপটেপ জানিয়ে দেন ব্যক্তিগত প্রশ্ন করা থেকে যেন রচনা ব্যানার্জি বিরত থাকেন। ঠিক কি ঘটলো এ দিন? কি কারনে এমন কথা বললেন শ্রীতমা! সম্প্রতি দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে হাজির হয়েছিলেন নতুন ধারাবাহিক সোহাগ জলের অভিনেতা ও অভিনেত্রীরা। ধারাবাহিকটির প্রমোশনেই তারা অংশগ্রহণ করেছিলেন এই গেম শো তে। এখানে নানা প্রশ্ন করা হতে লাগে সকলকে। তখন শ্রীতমা বলেন, “আর কোন প্রশ্ন আমাকে তুমি করবেনা।”
কিন্তু এমন কথা হঠাৎ অভিনেত্রী কেন বললেন? আসলে মজার ছালে রচনা শ্রীতমাকে বলেন, “এটা তো তোমার এই মঞ্চে আসার সেঞ্চুরি পার মনে হচ্ছে।” এভাবেই তাদের মধ্যে খুনসুটি চলতে থাকে। এরপরেই কাজের মাঝে মোবাইল ঘাটার প্রসঙ্গ নিয়ে কথা হতে থাকে। এরপর শ্রীতমা হাসতে হাসতে বলেন, “না আমার সম্পর্কে আর তোমার কিছু জানার নেই। এবার আর তুমি কোন প্রশ্নও করবে না। আমি বলব ‘এবার বল’ তারপর তুমি বলবে।” এই কথা শুনেই সকলের মাঝে হাসির রোল ওঠে। “সোহাগ জল” ধারাবাহিকে নায়কের ভূমিকায় রয়েছেন হানি বাফনা (Honey Bafna) ও নায়িকার ভূমিকায় রয়েছেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)।
দীর্ঘ ১০ বছর ধরে বিকেল ৫ টা বাজলেই ধারাবাহিক প্রেমী মানুষেরা টিভির সামনে দিদি নাম্বার ওয়ান দেখতে বসে যেতেন। এই রুটিন এবার বদলাতে চলেছে। দীর্ঘ ১০ বছরের এই যাত্রা এবার থামতে চলেছে। অফ এয়ার হতে চলেছে রিয়েলিটি গেম শো দিদি নাম্বার ওয়ান। তার জায়গায় নতুন রিয়েলিটি শো আসতে চলেছে। এই নতুন শো -টির সঞ্চালনা করবেন ইন্দ্রানী হালদার। এই শো’টির নাম “ঘরে ঘরে জি বাংলা”্ ইতিমধ্যে প্রোমো রিলিজ হয়ে গেছে। কিন্তু এখনো সময় জানা যায়নি। শোনা যাচ্ছে আগামী ১৯শে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে এই শো’টি। আর সেই সময়েই শেষ হয়ে যাবে দিদি নাম্বার ওয়ান এর যাত্রা।