ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

এখনো হয়নি স্কুলে যাওয়ার বয়স, মাত্র আড়াই বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে বাংলার মুখ উজ্জ্বল করলো আরামবাগের ছোট্ট কাব্যা

Published on:

সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে নানা ধরনের খবর আমরা পেয়ে থাকি। আমাদের চারপাশে যা ঘটছে সমস্ত রকম খবরই পাওয়া যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এর মধ্যে কোন কোন খবর আমাদের মনে রাগের উদ্রেক করে। তেমনই অনেক খবর আমাদের আনন্দ দেয় এবং অনুপ্রেরণা যোগায়। সম্প্রতি তেমনি একটি খবর পাওয়া গেল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

এবারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা গেল একজন একরত্তি শিশু ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস (Indian Book of Records) এ নাম তুলেছে। জানা যায় তার নাম কাব্যা (Kabya)। হুগলির (Hooghly) কোন্নগরের (Konnagar) বাসিন্দা সে। সে ছোট থেকে মোবাইল দেখে দেখে ইংরেজি শিখেছে। পশু পাখির নাম ও সে একা একাই শিখেছে। এই গুণ দেখে তার বাবা ও মা ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস এ তার কৃতিত্ব লিখে পাঠান এবং গত মাসের ১৬ তারিখের ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস থেকে কাব্যার জন্য শংসাপত্র পাঠানো হয়।

Kabya, এখনো হয়নি স্কুলে যাওয়ার বয়স মাত্র আড়াই বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে বাংলার মুখ উজ্জ্বল করলো আরামবাগের ছোট্ট কাব্যা, এখনো হয়নি স্কুলে যাওয়ার বয়স, মাত্র আড়াই বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে বাংলার মুখ উজ্জ্বল করলো আরামবাগের ছোট্ট কাব্যা

বর্তমানে মোবাইল এর সাহায্যে শিশুদের যেখানে ক্ষতি হচ্ছে সেখানে এই ছোট্ট কাব্যা মোবাইলের মাধ্যমে নিজের এতটা উন্নতি সাধন করেছে। সকলে যখন খেলায় মত্ত থাকে তার ধ্যান-জ্ঞান শুধুমাত্র তখন পড়াশোনা। এরকম বাচ্চা সত্যিই বর্তমানে দেখা যায় না। তাকে এহেন সাফল্যে খুশি তার বাবা-মা সহ প্রত্যেকে। সকল নেটিজেনরাই কাব‍্যার প্রসঙ্গে পঞ্চমুখ।

About Author