গাছ লাগাতে অনেকেই ভীষণ ভালোবাসেন। কেউ কেউ চান ফুলের গাছ লাগাতে আবার কেউ কেউ চান ফল বা সবজির গাছ লাগাতে। গাছ লাগানোর একটি বড় শর্ত হলো গাছের পরিচর্যা করা। কারণ গাছে পোকামাকড়, কীটনাশক ইত্যাদির উপদ্রব সবসময় লেগে থাকে। সেসবের হাত থেকে গাছকে রক্ষা করা প্রয়োজন। গাছকে রক্ষা করার জন্য এমন একটি টোটকা রয়েছে যেটি ভীষণ উপকারী। সেটি ঘরেই তৈরি করে নেওয়া যায়।
এই টোটকার জন্য প্রথমেই দরকার লেবুর (Lemon) খোসা। এর জন্য প্রথমে লেবুর খোসা ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে মিক্সারে (Mixer) একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। এরপরে ছাকনির সাহায্যে ছেঁকে একটি তরল মিশ্রণ বার করতে হবে। এরপরে এক লিটার জলের মধ্যে ১০০ এম এল লেবুর তরল মিশ্রণ, হলুদ গুঁড়ো (Turmeric Powder), ডিটারজেন্ট পাউডার (Detergent Powder) নিয়ে ভালো করে সেটিকে মেশাতে হবে। এরপর সেটি গাছের গোড়াতে স্প্রে করে দিলেই পোকামাকড় এর হাত থেকে গাছ রক্ষা পাবে।
যেসব গাছে পোকা হয় সেই সমস্ত গাছে এই মিশ্রণটি স্প্রে করা যাবে। আমরা সকলেই জানি যে লেবুতে রয়েছে ভিটামিন সি (Vitamin C)। লেবু একটা অত্যন্ত উপকারী ফল। তাই গাছের জন্য লেবু ভীষন ই উপকারী। সাধারণত লেবু খাওয়ার পর আমরা সকলে লেবুর খোসা ফেলে দিই। কিন্তু এই জিনিসটি আমাদের বাড়ির গাছের জন্য খুবই উপকারী একটি জিনিস হয়ে উঠতে পারে।