অনেকেই বাড়ির ছাদে বা বারান্দায় টবে গাছ লাগাতে ভালোবাসেন। নিজের বাড়িকে গাছ দিয়ে সাজিয়ে রাখতে তারা পছন্দ করেন। ফুল গাছের পাশাপাশি অনেকে বিভিন্ন ধরনের ফল, সবজিও চাষ করে থাকেন নিজেদের বাড়িতে। তবে অনেক সময় পরিচর্যার পরেও গাছে সেভাবে ফলন হয় না। সব থেকে বেশি সমস্যা হয় পাতা হলুদ হয়ে যাওয়ার।
অনেক সময় দেখা যায় গাছে ফুল হচ্ছে কিন্তু সেটি ফল হওয়ার আগেই পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এই সমস্যা খুব সহজেই দূর করা যায় ভাতের সাহায্যে। গাছের ফলন ভালো করতে ও পাতা হলুদ হয়ে যাওয়া থেকে রোধ করতে ও ফলন বৃদ্ধি করতে ভাত ব্যবহার করতে পারেন।
নিয়ম :- একটি পাত্রে বাসি ভাত নিয়ে তাতে পরিমাণ মতো জল ঢালবেন। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন। এরপর ভাত ও জলের মিশ্রণটিতে ১০ থেকে ১২ কোয়া রসুন বেটে মিশিয়ে দেবেন। এরপর ১ থেকে ২ চামচ গুড় মিশিয়ে দেবেন।
এরপর পাত্রটি -কে ভাল করে পলিথিন দিয়ে ঢেকে দেবেন। তিন থেকে চারদিন ওই ভাবেই রেখে দেবেন। তিন থেকে চারদিন পর ঢাকা খুলে তাতে আরও একটু জল মেশাবেন। আর ছত্রাক নাশক সার মেশাবেন।
এরপর গাছের গোড়ায় প্রথমে ভাত দেবেন। তারপর অল্প অল্প করে মিশ্রণটি ছিটিয়ে দেবেন। পরপর সাতদিন এই মিশ্রণটি প্রয়োগ করলেই ফলন আগের থেকে তিনগুণ বেড়ে যাবে। পাশাপাশি দূর হবে ছত্রাক ও পোকামাকড়ের মত সমস্যা। এই ধরনের আরও তথ্য পেতে যুক্ত হতে পারেন আমাদের সাথে