অনেকেই বাড়ির ছাদে বা বারান্দায় টবে গাছ লাগাতে ভালোবাসেন। নিজের বাড়িকে গাছ দিয়ে সাজিয়ে রাখতে তারা পছন্দ করেন। ফুল গাছের পাশাপাশি অনেকে বিভিন্ন ধরনের ফল, সবজিও চাষ করে থাকেন নিজেদের বাড়িতে। তবে অনেক সময় পরিচর্যার পরেও গাছে সেভাবে ফলন হয় না। সব থেকে বেশি সমস্যা হয় পাতা হলুদ হয়ে যাওয়ার।
অনেক সময় দেখা যায় গাছে ফুল হচ্ছে কিন্তু সেটি ফল হওয়ার আগেই পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এই সমস্যা খুব সহজেই দূর করা যায় ভাতের মাড় বা ফ্যানের সাহায্যে। গাছের ফলন ভালো করতে ও পাতা হলুদ হয়ে যাওয়া থেকে রোধ করতে ভাতের মাড় বা ফ্যান ব্যবহার করতে পারেন।
নিয়ম :- ভাতের মার বা ফ্যান গাছের গোড়ায় কোনদিন সরাসরি প্রয়োগ করবেন না। এতে গাছের ওপরে ক্ষতিকারক প্রভাব পড়ে। যদি এক লিটার ভাতের ফ্যান নেন তাহলে সে ক্ষেত্রে জল মেশাতে হবে চার থেকে পাঁচ লিটার।
ফ্যান ও জলের মিশ্রণের পরিমাণ বুঝে তাতে সর্ষের খোল মেশাতে হবে। এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে।অবশ্যই মনে করে এই মিশ্রনে কিছুটা হলুদ গুড়ো মেশাবেন। না হলে ফাঙ্গাস আক্রমণ করতে পারে। গাছের চারপাশ খুঁড়ে এই মিশ্রণটি তাতে দিয়ে দেবেন। তবে চড়া রোদ থাকাকালীন দেবেন না।
ভাতের ফ্যানে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম ও জিংক থাকে। যা প্রতিটি গাছের জন্য খুব উপকারী। এই মিশ্রণটি আপনারা যেকোন গাছেই প্রয়োগ করতে পারেন।