ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

জানুন এই ৫টি সহজ ও ঘরোয়া টিপস, যার সাহায্যে বাড়ি থেকে চিরতরে সাপ দূর হবে

Published on:

ভয়ংকর প্রাণীদের মধ্যে সাপ (Snake) অন্যতম। সাপ একটি অত্যন্ত বিষাক্ত প্রাণী। সাপ দেখে ভয় পান না এমন মানুষের সংখ্যা কম। জঙ্গলের দিকে অথবা অনেক বাড়িতেই এখনো সাপের উপদ্রব দেখা যায় । যেটি সকলের চিন্তার বিষয় হয়ে ওঠে। কিভাবে সাপ দূর করা হবে সেটিই ভেবে পান না অনেকেই। অনেক পদ্ধতি প্রয়োগ করে কিছুতেই কাজ হয় না। তবে এমন কিছু গাছ রয়েছে যেগুলো সাপ একেবারেই সহ্য করতে পারেনা। যদি সেই গাছগুলো আপনি নিজের বাড়িতে রাখেন তাহলে আপনার বাড়ি থেকে সাপের উপদ্রব কমবে।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

Image Snake 1, জানুন এই ৫টি সহজ ও ঘরোয়া টিপস যার সাহায্যে বাড়ি থেকে চিরতরে সাপ দূর হবে, জানুন এই ৫টি সহজ ও ঘরোয়া টিপস, যার সাহায্যে বাড়ি থেকে চিরতরে সাপ দূর হবে

বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য বাড়িতে গাছ লাগান অনেকেই। কিন্তু এমন কিছু গাছ রয়েছে যেগুলো যদি আপনার বাড়িতে থাকে তবে আপনার বাড়িতে সাপের উপদ্রব কমবে। বাড়িতে যদি সর্পগন্ধা গাছ থাকে তবে সাপের উপদ্রব কমবে। আবার অনেকেরই মতে সাপ মগবোর্ট গাছ পছন্দ করেন না। তাই এই গাছগুলি যদি বাড়িতে থাকে তবে বাড়িতে সাপ আসে না।

Snake Image, জানুন এই ৫টি সহজ ও ঘরোয়া টিপস যার সাহায্যে বাড়ি থেকে চিরতরে সাপ দূর হবে, জানুন এই ৫টি সহজ ও ঘরোয়া টিপস, যার সাহায্যে বাড়ি থেকে চিরতরে সাপ দূর হবে

আবার অনেকের মতে ঘাসের মতন দেখতে এক ধরনের গাছ আছে যদি সেগুলি বাড়িতে থাকে তবে বাড়ির আশেপাশে সাপ থাকে না। আবার লেমন গ্রাস নামক গাছ যদি আপনার বাড়িতে থাকে তবে বাড়িতে সাপের আনাগোনা থাকবে না। এছাড়াও সকলের একটি অতি পরিচিত গাছ হলো রসুন গাছ। এই গাছ বাড়িতে থাকলে সাপের উপদ্রব কমে। কারণ সাপ রসুনের গন্ধ সহ্য করতে পারে না। তাছাড়াও বাড়িতে যদি রসুন আর নুনের পেস্ট রাখা যায় তাহলেও সাপ আসে না। যদি আপনার বাড়িতে সাপের উপদ্রব থাকে তাহলে অবশ্যই এই পদ্ধতি গুলো অবলম্বন করুন। তাহলে সাপ থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

About Author