Fixed Deposit: বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে শুধুমাত্র মাসের মায়না থেকে সংসার চালানো প্রায় দায় হয়ে উঠেছে সকলের। এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মধ্যবিত্তের ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে রাখাও হয়ে উঠছে মুশকিল। তবে এসবের মধ্যেই সকলেরই উচিত কিছু কিছু করে হলেও ভবিষ্যতের জন্য সঞ্চয় করা। সঞ্চয়ের কথা আসলেই অনেকেই ভাবেন এমন এক জায়গায় তার কষ্টার্জিত অর্থ জমানোর কথা,যেখান থেকে রিটার্ন একটু বেশি আসবে।
আমাদের আজকের প্রতিবেদনে আমরা এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করতে চলেছি। গত বছর মে মাস থেকে রিজার্ভ ব্যাংকের তরফে রেপো রেট ধাপে ধাপে ২ শতাংশের বেশি বৃদ্ধি পাওয়ার ফলে ব্যাংকের স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) ক্ষেত্রে সুদের হার বেড়ে গিয়েছে। বর্তমানে সরকারি বা বেসরকারি ব্যাংকগুলি স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বেশি সুদ দিচ্ছে। আজকের প্রতিবেদনে রইল এমন কয়েকটি ব্যাঙ্কের সুদ সম্পর্কিত বিস্তারিত তথ্য।
আরও পড়ুন- বাবা ছিলেন গরিব ফল বিক্রেতা, আইসক্রিম বিক্রি করে ছেলে দাঁড় করিয়েছেন ৩০০ কোটির ব্যাবসা
সূর্যদয় স্মল ফাইন্যান্স ব্যাংক
স্থায়ী আমানতের মেয়াদ :- ৭-১০ বছর
সুদের পরিমাণ :-সাধারণ মানুষের জন্য- ৪-৬%
প্রবীণ নাগরিকদের জন্য- ৪.৫০-৬.৫০%
স্পেশাল ফিক্সড ডিপোজিটের মেয়াদ:- ৯৯৮ দিন
সুদের পরিমাণ:- সাধারণ মানুষের জন্য- ৭.৫১ শতাংশ।
প্রবীণ নাগরিকদের জন্য- ৮.০১ শতাংশ।
স্পেশাল ফিক্সড ডিপোজিটের মেয়াদ:- ৯৯৯ দিন
সুদের পরিমাণ:- সাধারণ মানুষের জন্য- ৮.৫১ শতাংশ।
প্রবীণ নাগরিকদের জন্য- ৮.৭৬ শতাংশ।
ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক
ফিক্সড ডিপোজিটের মেয়াদ:- ১৮১-২০১ দিন
সুদের পরিমাণ:- সাধারণ মানুষের জন্য- ৮.৭৫ শতাংশ।
প্রবীণ নাগরিকদের জন্য- ৯.২৫ শতাংশ।
ফিক্সড ডিপোজিটের মেয়াদ:- ৫০১ দিন
সুদের পরিমাণ:- সাধারণ মানুষের জন্য- ৮.৭৫ শতাংশ।
প্রবীণ নাগরিকদের জন্য- ৯.২৫ শতাংশ।
ফিক্সড ডিপোজিটের মেয়াদ:- ১০০১ দিন
সুদের পরিমাণ:- সাধারণ মানুষের জন্য- ৯শতাংশ।
প্রবীণ নাগরিকদের জন্য- ৯.৫ শতাংশ।
জন স্মল ফাইন্যান্স ব্যাংক
ফিক্সড ডিপোজিটের মেয়াদ:- ২-৩ বছর
সুদের পরিমাণ:- সাধারণ মানুষের জন্য- ৮.১০ শতাংশ।
প্রবীণ নাগরিকদের জন্য- ৮.৮০ শতাংশ।
নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক
ফিক্সড ডিপোজিটের মেয়াদ:- ১১১১ দিন
সুদের পরিমাণ:- সাধারণ মানুষের জন্য- ৮ শতাংশ।
প্রবীণ নাগরিকদের জন্য- ৮.৭৫ শতাংশ।