ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

যাকে স্যার বলেছিলেন, ‘জীবনে তোর কিচ্ছু হবে না’, এখন সেই ছাত্র অস্ট্রেলিয়ায় ১০ কোটির মালিক

Published on:

কথায় আছে কঠিন পরিশ্রমের মাধ্যমে জীবনে যত বাধা আসুক না কেন যদি নিজের লক্ষ্য ঠিক থাকে তাহলে সে জীবনে সফলতা পাবেই। কাজ শুরু করার সাথে সাথেই কি সফলতা আসে? নিশ্চয় না। জীবন যেমন পুষ্পশয্যা নয় তেমনি সফলতাও রাতারাতি ধরা দেয় না। সফলতাকে অর্জন করে নিতে হয়। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস নিয়ে কাজের সঙ্গে লেগে থাকতে হয়। এখন পর্যন্ত পৃথিবীতে যারা সফল হয়েছেন তাদের সফলতার পেছনে রয়েছে ভাঙ্গা গড়ার বিরাট ইতিহাস। পৃথিবীর সফল ব্যক্তিদের আমরা সবাই চিনি কিন্তু আমরা কি জানি তাদের সফলতার পেছনের গল্পগুলো ?

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

আজ আপনাদের কাছে এমন একজন মানুষের কথা বলব যা সকলের কাছে অনুপ্রেরণা। আসলে স্বপ্ন থাকলেও এখনকার দিনে মানুষের কাছে যদি টাকা না থাকে তাহলে অনেক কিছুই স্বপ্ন হয়ে থাকে। স্বপ্ন পূরণের জন্য ইচ্ছাশক্তি এবং টাকা দুটোই প্রয়োজন ,তবে কোনো কোনো ক্ষেত্রে ইচ্ছা শক্তির ই জয় হয় , ঠিক তেমন হয়েছে আমির কুতুব নামক এক সফল ব্যক্তির । জম্ম উত্তরপ্রদেশের আলীগড়ে। গরিব পরিবারে জন্ম তার। দ্বাদশ শ্রেণী পাস করে যখন কলেজে ভর্তি হন তখন তার পড়াশোনার ভঙ্গি দেখে এক শিক্ষক বলেছিলেন সে জীবনে কিছু করতে পারবে না। আর তারপর থেকেই ঘুরে দাঁড়ানোর গল্প তার ।

Aamir Qutub
Aamir Qutub

গ্রাফিক ডিজাইন এ পারদর্শী কুতুব । তিনি তার সাফল্যের পথ বেছে নেন অস্ট্রেলিয়া তে । তার এই সুন্দর কাজ দেখে এক অস্ট্রেলিয়ান কোম্পানি ডাক দেয় আমির কুতুবকে। এরপর আমির কোম্পানির সি ই ও-র কথা শুনে মুগ্ধ হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য অনেক কষ্ট করে ভিসা জোগাড় করেন, আর অস্ট্রেলিয়ায় নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে, আজ তিনি সেখানকার একজন বড় ব্যবসায়ী। বর্তমানে আমিরের বার্ষিক আয় ১০ হাজার টাকা । তার জিরো থেকে হিরো হয়ে ওঠার ঘটনা সত্যি ই অনুপ্রেরণা দায়ক ।

About Author