গাছের মধ্যে তুলসী (Holy Basil) গাছ হল অন্যতম উপকারী গাছ। এমনিতেই হিন্দু বাড়িগুলিতে এই গাছকে দেবতা জ্ঞানে পুজো করা হয়। তাছাড়াও তুলসীর অনেক ভেষজগুণ রয়েছে। তুলসী গাছের গাছের পাতায় আছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট।
এছাড়াও ঠান্ডা লাগলে, গলা ব্যথায় এই পাতা খাওয়া হয়। তুলসী পাতা শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে, ইমিউনিটি তৈরি করে। এই তুলসী গাছ (Holy Basil) সব বাড়িতেই থাকে। অনেকে আলাদা টবে এই গাছ পোঁতেন।
আবার অনেকেই আলাদা কোনও টবে না পুঁতলেও এমনিই হয় গাছ। তবে অনেক সময় তুলসী পাতা হলুদ হয়ে যায় বা গাছের পাতা ঝড়ে যায়। এই কারণেই তুলসী গাছের যত্নের কিছু উপায় জেনে নিন–
তুলসী গাছ (Holy Basil) পোঁতার আগে টবে মাটির সাথে সাথে ভার্মি কম্পোস্ট ব্যবহার করুন। তারপর তুলসী গাছ পুঁতুন। তুলসী গাছের জন্য প্রয়োজন জল এবং রোদ। এই দুটি গাছের বৃদ্ধিতে সাহায্য করে।
তুলসী গাছ (Holy Basil) যে টবে লাগাবেন, সেই টবে যেন ফুটো থাকে। এই ফুটো যেন বন্ধ না হয়ে যায়। এছাড়াও তুলসী গাছে মাঝে মাঝে গোবর সার দেওয়া যেতে পারে।