ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

সাদা কালো দাগের পিছনে লুকিয়ে আছে একটি সংখ্যা, ভালো করে লক্ষ করলে মিলবে উত্তর

Published on:

এখন সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যেই মাইন্ড সেট করা গেম ভাইরাল হতে দেখা যায়। অর্থাৎ কতগুলি দাগ দিয়ে বলা হয়ে থাকে এর মধ্যে থেকেই খুঁজে নিন কোন জীব অথবা বস্তু অথবা কোন সংখ্যাকে। ছবিতে রয়েছে একটি সংখ্যা, খুঁজে বের করুন তো দেখি! চলুন একটু হিনটস দেওয়া যাক, মাত্র দুটি অঙ্কেরই সংখ্যা এটি।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

চলুন একটু ভাবুন! কমেন্ট করে জানান! আজকাল সোশ্যাল মিডিয়া আমাদের এন্টারটেইন করার পাশাপাশি আমদের ইন্টেলিজেন্সী পরখ করার জন্যেও নানারকম খেলার সন্ধান দিচ্ছে আমাদেরকে। যা কিনা আমাদের দারুণ এন্টারটেইন করছে প্রতিনিয়ত। তেমনই সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে বুদ্ধি খাটানোর এই মজার গেমটি। যার মাধ্যমে আপনি সহজেই মাইন্ড সেট করতে পারবেন।

সাধারণত এই গেমটির খেলার নিয়ম, একটি ছবিতে কতকগুলি দাগ দেওয়া থাকবে, এবং সেখানে বলা হয়ে থাকবে যে, এর মধ্যে কিছু সংখ্যা বা একজন স্বনামধন্য ব্যক্তি বা কোনও পশু-পাখির ছবি রয়েছে, তা খুঁজে বের করুন। কয়েকটি দাগ দিয়েই তৈরি করা হয় এই ছবিগুলি। তবে ছবিটিতে কি আছে তা খোঁজার জন্যে আপনাকে একটি মনস্থির করে আপাত দৃষ্টিতে ছবিটির দিকে তাকিয়ে থাকতে হবে। এরপরই আপনি বের করতে পারবেন ছবিটি কিসের।

এই ধরনের মজার মজার খেলার জন্যে আমরা নিজেদের মাইন্ড সেট করতে পারি এবং কতটা বুদ্ধিমত্তা আমরা সেটাও বুঝতে পারি। তবে আমরা এবার যে ছবিটা আমরা দিয়েছি, তাতে রয়েছে ১৭ সংখ্যাটি। তবে যারা বুদ্ধিমান তাঁদের ক্ষেত্রে খুব বেশী দেরী হবে না এটিকে বুঝতে, কারণ আপাতদৃষ্টিতে একটু নিচের দিকে কাত করলেই আপনি বুঝতে পারবেন এখানে রয়েছে ১৭ নাম্বার ডিজিটটি।

Image 280 1, সাদা কালো দাগের পিছনে লুকিয়ে আছে একটি সংখ্যা ভালো করে লক্ষ করলে মিলবে উত্তর, সাদা কালো দাগের পিছনে লুকিয়ে আছে একটি সংখ্যা, ভালো করে লক্ষ করলে মিলবে উত্তর

এই ধরনের খেলার প্রথম আবিষ্কার করেছিলেন মিশেল ডিকিনসন নামে জার্মানির এক টুইটার ব্যবহারকারী। আর এই ধরনের ছবি এখন ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আপনিও চেষ্টা করে দেখুন তো পারেন কিনা।

About Author