আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে। সম্প্রতি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলি জানতে পারি। সোশ্যাল মাধ্যমে আমাদের চারদিকে কোথায় কি ঘটছে সেই সব খবরই জানতে পারি। অনেক খবরই আমাদের অনুপ্রেরণা যোগায়। আবার অনেক খবর আমাদের অবাক করে দেয়। সম্প্রতি তেমন একটি খবর উঠে এল।
জানা যায় উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) অশোকনগরের এক দম্পতি কে কেন্দ্র করে এই খবরটি ছড়িয়েছে। সেই দম্পতি হলেন তপন দত্ত (Tapan Dutta) এবং রূপা দত্ত (Rupa Dutta)। তপন দত্তের বয়স ৭০ বছর এবং রূপা দত্তের বয়স ৫৪ বছর। বর্তমানে শেষে তারা সম্প্রতি মা বাবা হয়েছেন। এর পেছনে রয়েছে কি কারন? জেনে নেওয়া যাক।
জানা যায় ২০১৯ সালে তাদের একমাত্র সন্তান অনিন্দ্য দত্ত ট্রেন দুর্ঘটনায় মারা যান। ফলে তারা কিছুতেই সন্তান শোক থেকে মুক্তি পাচ্ছিলেন না। তাদের অবস্থা পাগলপ্রায় হয়ে যায়। আবারো সন্তান গ্রহণের সিদ্ধান্ত নেয় তারা। এরপরে হাওড়ার বালির এক ডাক্তারের চিকিৎসায় রূপা দত্ত গর্ভবতী হন।
তবে অস্ত্রোপচারে নানান সমস্যা আসবে ভেবে একটি বেসরকারি হাসপাতালে তারা যান এবং সেখানে ১০ই অক্টোবর জমজ সন্তান জন্ম দেন রুপা দত্ত। একটি পুত্র এবং একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। গত ৩০ শে নভেম্বর দুই সন্তানকে নিয়ে বাড়িতে আসেন তারা। আত্মীয়-স্বজনরা শঙ্খ ধ্বনি ও ফুল দিয়ে তাদের বরণ করে নেন। এই ঘটনা যে ভীষণ ব্যতিক্রমী এবং সকলকে অবাক করেছে সে কথা বলার অপেক্ষায় রাখে না।