ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা! তার জেরেই কি দেশে এ বার দেরিতে বর্ষা? কী বলছে মৌসম ভবন

Published on:

বর্ষার নেই দেখা এখনো। ভ্যাপসা গরম আর সহ্য হচ্ছে না মানুষের । সবাই এখন বৃষ্টির আশায় পথ চেয়ে বসে আছে। কিন্তু কোথায় বৃষ্টি?জুন এর এক সপ্তাহ পেরিয়ে গেল এখনো কোনো বৃষ্টি নেই??বর্ষার সময় এসে গেছে তবুও দেখা নেই বর্ষা।তবে এবার আবহাওয়াবিদরা জানিয়েছেন বর্ষার সাথে আসতে পারে ঘূর্ণিঝড় ও। আর এই ঘূর্ণিঝড় এর সাথে আসতে নিম্নচাপ ও।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

এছাড়াও বলেছেন এ বছর দেশে বর্ষা আসবে দেড়িতে। দক্ষিণ ও পশ্চিমে আরব সাগরের উপর আশঙ্কা আছে একটি ঘূর্ণিবাত তৈরির। এবং এর জন্য আগামী মঙ্গলবার নিম্নচাপ ও দেখা দিতে পারে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। এই নিম্নচাপ উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণে পূর্ব সংলগ্ন এলাকায় প্রবল নিম্নচাপের সম্ভাবনা রয়েছে।

এরপরেই আরো সম্ভবনা বাড়ছে ঘূর্ণিঝড় এর। আরব সাগরে এই ঘূর্ণিঝড়ের জন্য বর্ষাকাল আসতে এতো দেরি হচ্ছে দেশে। তবে এই ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এই ঝড়ের গতিপথ কোন দিকে যাবে তা নিয়ে এখনো সঠিক ভাবে কিছু জানাননি আবহাওয়াবিদরা। এ বিষয়ে আরব সাগরের উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা।

যেখানে জুন মাসেই বর্ষা শুরু হয়ে যায়। সেখানে এত দিন হয়ে গেল বর্ষার কোনো দেখা নেই উল্টে গরম বাড়ছে। মানুষ এক ফোঁটা বৃষ্টির জন্য অনেক অপেক্ষায় আছে। দেশের মধ্যে প্রথম বর্ষা আসে কেরলে । সেখানেও কোনো বৃষ্টি নেই। তবে আশা করা যায় আর কিছুদিনের মধ্যেই হয়তো বর্ষার আগমন হতে পারে দেশে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা।

About Author