ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

একেই বলে বন্ধুত্বের স্নেহ! চিন্তায় ব্যাকুল হয়ে অসহায় গরুর পিছনে ছুটে চলেছে সঙ্গী গরু, ব্যাপক ভাইরাল ভিডিও

Published on:

যেসব প্রাণী আমরা দেখতে পাই তাদের মধ্যে গোরু একটি পরিচিত প্রাণী। বাড়িতে অনেকেই গরু পোষেন। গোরুর দুধে অনেক পুষ্টি, গুন রয়েছে। তাই গরুর দুধ খুব উপকারী। ছোট বেলা থেকেই গরুর দুধ খেয়ে আমাদের বড়ো হয়ে ওঠা। ভারতের বহু মানুষের জীবিকা অর্জনের একটি উপায়ও হলো গরু। হিন্দু ধর্ম অনুসারে গরুকে দেবতা রূপে পুজো করা হয়। তাই অনেকেই এই প্রাণীকে বলেন গো-মাতা।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

গরুকে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়। কখনো দেখা যায় গরু তার সন্তানদের আগলে রেখেছেন, আবার কখনো দেখা যায় গরুদের বিভিন্ন মজার ভিডিও। আবার কখনো দেখা যায় মালিকের কষ্টে কষ্ট পাচ্ছেন গরু। তবে অনেক সময় গোরুদেরকে বিক্রি করে দেওয়া হয় গোরুর মাংসের জন্য। তবে এই গোরুর বিক্রয় প্রথা আমাদের আবেগপ্রবণ করে তোলে। কারণ গোরুদের বিক্রির সময় কখনো গোরুরা কেঁদে ওঠে, কখনো বা গোরু যেতেই চায় না।

আরও পড়ুন: ট্রেনে বসে বাবাকে খাইয়ে দিচ্ছে পুঁচকে মেয়ে, ভিডিয়োতে চোখ ভিজল নেটিজেনদের

সম্প্রতি একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে,যে ভিডিওটি দেখে আবেগপ্রবণ হয়ে পরেছে নেটিজনরা। ভিডিওটিতে দেখা গেছে একটি ষাঁড় একটি গাড়ির পেছনে দৌড়াচ্ছে। ষাঁড়টা কেন দৌড়াচ্ছে গাড়িটির পিছনে আন্দাজ করতে পারছেন? আসলে গাড়িটি করে একটি লোক একটি গোরুকে বিক্রি করে নিয়ে যাচ্ছে। গোরুটির খুব ভালো বন্ধু হল ষাঁড়টি। আর ওই এই ষাঁড়টি জানতে পেরেছে যে তার বন্ধুকে বিক্রি করতে নিয়ে যাওয়া হচ্ছে।তাই সে গাড়ির পেছনে দৌড়াচ্ছে।

তবে ড্রাইভার গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। কারণ গোরুটিকে বিক্রি করা হবে। তবে ড্রাইভার যখন দেখছে ষাঁড়টি দৌড়ানো থামাচ্ছে না, তখন গাড়ির ড্রাইভার গাড়ি দাঁড়া করিয়ে গাড়ি থেকে নেমে আসেন। তিনি গাড়ি থেকে নেমে এসে গরুটিকে ছেড়ে দেন। এরপর স্থানীয় লোকজন তাদের দুজনকে একসাথে রাখবেন বলে ঠিক করেন। ভিডিওটি ইউটিউবে Kinder world নামের একটি চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে। ৪.৫ মিলিয়ন মানুষ ভিডিওটি দেখেছেন।

আরও পড়ুন:  গরুর বাছুরের সঙ্গে আনন্দে মাতলো ছোট্ট শিশু, ভাইরাল ভিডিও

About Author