Bollywood Actress: অভিনেত্রীদের স্টাইল স্টেটমেন্ট (Style Statement) সর্বদাই সকলে অনুকরণ করতে চান। কোন অভিনেতা অভিনেত্রী কখন কি রকম পোশাক পরছেন এই নিয়ে সাধারন মানুষরা সব সময় উদগ্রীব থাকেন। নেটিজেনরাও সেরকম পোশাক অনুকরণ করেন । কোন ব্যক্তি যখন কোন সেলিব্রিটিদের পছন্দ করেন তখন তিনি সবসময় চান সেই সেলিব্রিটিদের স্টাইল নকল করতে। তবে এমন কিছু অভিনেত্রী (Bollywood Actress) রয়েছেন যারা নিজেরাই অপর অভিনেত্রীর পোশাক নকল করেছেন । দেখে নেওয়া যাক তারা কে কে।
উর্বশী রাউটেলা (Urvashi Rautela) এবং জাহ্নবী কাপুর ( Janhavi kapur)
সম্প্রতি এই দুই অভিনেত্রীকে একইরকমের মাল্টি কালার ড্রেসে দেখা গেছে ।যদিও দু’জনকেই ভীষণ সুন্দর দেখতে লাগছিল।
পরিনীতি চোপড়া( Parineeti Chopra) এবং কৃতি শ্যনন( Kriti Sanon)
এই দুই অভিনেত্রী সকলেরই ভীষণ প্রিয়। তবে এই দুই অভিনেত্রী দের একই রকমের পোশাকে সম্প্রতি দেখা গিয়েছে। কাল রংএর বোহেমিয়ান ব্যাকগ্রাউন্ড এর ডিপ নেক ড্রেসে দুজনকে দেখা গেছে। সেখানে দুটি ড্রেস ই প্রায় একইরকম বলা যেতে পারে।
আরও পড়ুন – ট্রেনে বসে বাবাকে খাইয়ে দিচ্ছে পুঁচকে মেয়ে, ভিডিয়োতে চোখ ভিজল নেটিজেনদের
করিনা কাপুর ( Kareena kapur) এবং দীপিকা পাডুকন ( Deepika Padukone)
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন তাঁরা। একটি ফটোশুটের জন্য তাদের দু’জনকেই একই রকমের পোশাকে দেখা গিয়েছে । করিনা কাপুরকে দেখা গেছিল ফটোশুটের জন্য একটি কালো এবং কমলা রঙের পোশাক এ । নিজের ছবির প্রমোশনের দীপিকা পাডুকোনকেও ওই একই ড্রেসে দেখা যায়।
দীপিকা পাডুকোন ( Deepika padukone) এবং সোনাম কাপুর( Sonam kapur)
এই দুই অভিনেত্রী ও দর্শকদের খুবই প্রিয়। একবার এই দুই অভিনেত্রীকে একই রকম পোষাকে দেখা গিয়েছিল । একই শাড়ি এবং একই রকমের ব্লাউজে দেখা গিয়েছিল তাকে ।
অভিনেত্রীদের (Bollywood Actress) একই রকম পোষাকে দেখে অনেক নেটিজেনই তাদেরকে ট্রল করেছিলেন। একজন অভিনেত্রী ওপর অভিনেত্রীকে নকল করছেন বলে মনে কড়ছিলেন অনেকে। তবে অনেকেই মনে করেছেন এটি ট্রল করার মত কোনো বিষয়ই নয়।