প্রাণীকূলের মধ্যে হাতি (Elephant) অন্যতম শক্তিশালী প্রাণী। হাতির বিরাট শরীর, গজদন্ত আর বিরাট শুঁড়ের জন্য খুবই জনপ্রিয়। গণেশের মতো দেখতে হওয়ায় হাতিকে আবার “গণপতি পাপ্পা” বলা হয়। হাতি তার শুঁড়ের সাহায্যে অনেক কিছু তুলে ফেলে দিতে পারে। হাতিরা খায় অনেক। অনেক সময় হাতি যেমন বিভিন্ন বিপদের হাত থেকে মানুষজনকে বাঁচায়, তেমনই হাতি অনেক সময় বিপদে ফেলে অনেককে। হাতিরা দৈনন্দিন ১০০-১৪০ কেজি মতো খাবার খেতে পারে আর ১৫০ লিটারের মতো জল খায়। একটি হাতি প্রায় ৬০-৭০ বছর অব্দিও বাঁচতে।
হাতি অনেক সময় ক্ষেপে গিয়ে অনেক বিপদ ঘটিয়ে ফেলে। উন্মত্ত হাতির দাপটে গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে যায়। আবার বহু মানুষ মানুষ যায়। অনেক সময় হাতি পদপিষ্ট করে দেয় অনেককে। ফলে অনেকেই এই হাতির জন্য বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হয়। হাতির যেসব ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়, তার মধ্যে বেশিরভাগ ভিডিও হয় উন্মত্ত হাতির।তবে সম্প্রতি একটি অন্যরকম ভিডিও ভাইরাল (viral) হয়েছে স্যোশাল মিডিয়ায়।
ভিডিওতে নেই কোনো উন্মত্ত হাতির কান্ড, বরং ভিডিওতে দেখা গেছে একটি বাচ্চা হাতিকে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে একটি ছোট্ট হাতি তার মালিকের সাথে মজা করছে। ভিডিওটির শুরুর দিকে দেখা গেছে একটি রেলিংয়ে ঘেরা জায়গার মধ্যে একটি ছোট এবং একটি বড়ো হাতি নিজেদের মতো ব্যস্ত ছিল। এরপর সেখানে তাদের মালিক আসে। মালিক আসাতেই বাচ্চা হাতিটি খুশি হয়ে মালিকের উপরে ঝাঁপিয়ে পড়ে মালিককে মাটিতে শুইয়ে মালিককে আদর করতে থাকে। এইভাবেই খুনসুটিতে মেতে ছিল হাতিটি।
ভিডিওটি ‘plaimam channel’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছে।ভিডিওটি ৫২ লাখ দর্শক ইতিমধ্যে দেখে ফেলেছেন। ভিডিওটি নিমেষেই ছড়িয়ে পরেছে স্যোশাল মিডিয়ায়। এমন ভিডিও দেখে আনন্দ পেয়েছেন নেটিজনরা।