ইন্ডিয়ান আইডল (Indian Idol) নামক শো টি ভীষন ই জনপ্রিয় হয়েছিল ।সেই গানের শো এর পবনদ্বীপ (Pabandwip) ও অরুনিতাকে (Arunita) সকলেই চেনেন ।এবারের সিজনে প্রথম স্থান অধিকার করে ছিলেন পবনদ্বীপ রাজন আর তৃতীয় স্থানে ছিলেন অরুনিতা কাঞ্জিলাল। সেখান থেকেই তাদের এই জুটি মানুষের খুবই পছন্দ। এরইমধ্যে হিমেশ রেশমিয়ার কম্পোজিশনে তারা একটি গানও গেয়েছেন । আশা করা যায় তাদের এই গানটি খুবই হিট হবে এবং দর্শকরা খুব পছন্দ করবেন। এই জুটি মানুষের মন জয় করেছে।
সম্প্রতি তাদের এই জুটিকে আমেরিকার একটি কনসার্টে গান গাইতে দেখা গেছে। সেখানে অরুনিতা কে দেখা গেছে সাদা রঙের একটি গাউনে। তামাশা ছবির আগার তুম সাথ হো গানটি গেয়েছে সে। তার গলার সুরে মেতে উঠেছে সকলে। অপরদিকে পবনদ্বীপকে শোনা গেছে “সনু কে টিটু কি সুইটি” সিনেমার গান “তেরা ইয়ার হু মে” গাইতে।
প্রতিবারের মতোই তাদের জুটির গানে দর্শকরা উচ্ছসিত হয়ে উঠেছিল। তাদের এই গান যে ভীষন ভালো হয়েছিল সেকথা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভীষন ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ ভিডিওটি দেখেছেন এবং লাইক কমেন্ট শেয়ার করেছেন।