ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

Swami Vivekananda Scholarship: প্রতি মাসে পাবেন ৫০০০ টাকা, আবেদন শুরু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে

Published on:

শুরু হতে চলেছে স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিন্সের ফরম ফিলাপ। কবে থেকে শুরু হবে এই ফরম ফিলাপ, কারা করতে পারবে, কি কি ডকুমেন্টস লাগবে, আবেদন করার পদ্ধতি, রিনিউয়াল করার পদ্ধতি, কত টাকা করে স্কলারশিপ পাওয়া যাবে, আবেদন করার শেষ দিন কবে এইসব প্রশ্নের উত্তর পেতে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়তে হবে।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

পশ্চিমবঙ্গ সরকারের মেরিট কাম মিন্স স্কলারশিপ আর্থিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের জন্য। উচ্চশিক্ষার পথে যাতে অর্থ বাধা হয়ে না দাঁড়ায় তাই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য এই স্কলারশিপ। ২০২২-২৩ বর্ষের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলার্শিপ সম্পর্কে জেনে নিন।

স্কলারশিপটি কারা আবেদন করতে পারবে?

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে।
  • ২০২২ সালে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে একমাত্র তারাই আবেদন করতে পারবে।
  • উচ্চ মাধ্যমিক স্তরে স্কলারশিপটি পেতে ছাত্র-ছাত্রীদের অবশ্যই ন্যূনতম 60 শতাংশ নম্বর পেতে হবে।
  • ডিপ্লোমা কোর্সে স্কলারশিপ টি পাওয়ার জন্য শেষ পরীক্ষায় 60 শতাংশ নম্বর পেতে হবে।
  • স্নাতক স্তরে স্কলারশিপটি পেতে গেলে উচ্চমাধ্যমিকে 60 শতাংশ নম্বর পেতে হবে।
  • স্নাতকোত্তর স্তরে স্কলারশিপটি পেতে গেলে আবেদনকারীকে স্নাতক স্তরে ন্যূনতম 53 শতাংশ নম্বর পেতে হবে। মেয়েরা
  • যেহেতু কন্যাশ্রী পাবে তাই তারা 45 শতাংশ নম্বর পেলেই হবে।
  • গবেষণার স্তরের প্রার্থীদের জন্য নম্বরের কোন বিধি নিষেধ নেই। তবে প্রার্থীদের তালিকাভুক্তির তারিখ 01.04.2017 এর পরে হতে হবে।

এই স্কলারশিপে যোগ্যতা অনুযায়ী ছাত্র-ছাত্রীরা মাসে ১ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত পেতে পারবে।

এই স্কলারশিপ টি একমাত্র অনলাইনে এপ্লাই করা যায়। সে ক্ষেত্রে Svmcm.wbhed.gov.in ওয়েবসাইট থেকে এপ্লাই করা যাবে। এই স্কলারশিপ টি সম্পর্কে আরো বিস্তারিত জানতে উপরে উল্লেখিত ওয়েবসাইটে লগইন করে জেনে নিন।

About Author